বগুড়ায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) রাতে দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো পারিবারিক মামলায় যৌতুক আইনে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি হাটসাজাপুর দক্ষিণপাড়ার মৃত আকবর হাজির ছেলে মো: ওমর ফারুক (২৮) ও প্রতারণা মামালায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি সাবলা গ্রামের মৃত আফতাব উদ্দীন শেখের ছেলে মো: মেজবা উদ্দিন (৪৯) ও গ্রেপ্তারী পরোয়ানামুলে বনতেঁতুলিয়া গ্রামের মো: আশরাফ আলীর ছেলে মো: রাসেল মন্ডল (২১), দুপচাঁচিয়া ডিমশহর নয়াপাড়া গ্রামের মৃত আজিজারের ছেলে নুর মোহাম্মদ প্রামানিক (২৫), মন্ডলপাড়ার মো: গোলাম মোস্তফার ছেলে মো: মাইনুল ইসলাম মুন্না (২৮) ও জিয়ানগর খলিশ্বর গ্রামের মো: মজিদুল ইসলামের ছেলে মো: জাহিদ হাসান জনি।
এছাড়াও মাদক মামলায় উপজেলার সঞ্জয়পুর উত্তরপাড়ার মো: শাহিনুর প্রামানিকের ছেলে মো: নাইম প্রামানিক (২৪), চামরুল ইউনিয়নের কাথহালী মিয়াপাড়া গ্রামের মৃত মজনু খন্দকারের ছেলে মো: মামুন খন্দকার (৪১) ও কালীতলা গ্রামের মৃত সদেব দাসের ছেলে ধলু দাস (৪৮)।
বগুড়ায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ৯ জনকে গ্রেফতারের বিষয়ে দুপচাঁচিয়া থানা ওসি ফরিদুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।