বগুড়ার আদমদীঘিতে মেয়ে-জামাতার ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন শাশুড়ি। বুধবার (১০ জুলাই) সন্ধ্যার দিকে আদমদীঘি উপজেলার মিতইল গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত তিন বছর আগে জোবেদার মেয়ে সালেহার সাথে একই গ্রামের রাসেলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রাসেল তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন। বিভিন্ন সময় ব্যবসার কথা বলে শাশুড়ির কাছে থেখে টাকা দাবি করতেন রাসেল। টাকা না পেলে মারধরও করতেন স্ত্রীকে। সম্প্রতি তিনি আবারও শাশুড়ির কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন।
বুধবার (১০ জুলাই) বিকেলে এ নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় রাসেলের। একপর্যায়ে স্ত্রী সালেহাকে মরধর শুরু করলে শাশুড়ি জোবেদা মেয়েকে রক্ষা করতে এগিয়ে আসেন। এ সময় রাসেলের হাতে থাকা লোহার বেড়ি দিয়ে শাশুড়ি জোবেদাকে আঘাত করলে বেড়ির ধারালো অংশ তার গলায় ঢুকে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার আদমদীঘিতে জামাতার হাতে শাশুড়ি খুন বিষয়টি নিশ্চিত করে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ চক্রবর্ত্তী জানান, এ ঘটনায় নিহত জোবেদার ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। পলাতক রাসেলকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।