বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাস ও রডবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক মো: এমরান হোসেন (২১) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসচালক ও হেলপারসহ আহত হয়েছেন আরও ১২ জন যাত্রী।
নিহত ট্রাক চালক এমরান হোসেন নওগাঁ উপজেলার কোনাইল গ্রামের মো: আব্দুস ছাত্তারের ছেলে। গুরুত্বর আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের আদমদীঘি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে নওগাঁ থেকে ঢাকাগমী মহাসড়কের আদমদীঘি উপজেলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নওগাঁ থেকে ঢাকাগামী মহাসড়কের আদমদীঘি হাসপাতাল গেটের সামনে নওগাঁগামী রডবাহী ট্রাকের সাথে ঢাকাগামী ১টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকচালক এমরান হাসান ঘটনাস্থলেই মারা যান।
বগুড়ার আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ঘের বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।