বগুড়ার গাবতলি উপজেলার কাগইল এলাকায় ‘স্বর্ণা বেকারি অ্যান্ড ফুড প্রোডাক্টস’-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের অভিযোগে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করেছে প্রশাসন।
আজ (১২ মে) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। তাঁর সঙ্গে ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, ক্যাবের সাধারণ সম্পাদক এবং জেলা পুলিশের একটি চৌকস টিম।
অভিযানের সময় দেখা যায়, বেকারিটি চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করছে। কোনো প্রকার স্বাস্থ্যবিধি বা মাননিয়ন্ত্রণ ছাড়াই চলছিল উৎপাদন কার্যক্রম। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়।
উল্লেখ্য, জনস্বার্থে এ ধরনের মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা