বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু হয়েছে। বগুড়ার ধুনট উপজেলায় মাটিতে নলকূপ স্থাপনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: আব্দুর রশিদ (৬০) নামে এক মিস্ত্রি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত আব্দুর রশিদ উপজেলার মথুরাপুর ইউনিয়নের চরখাদুলী গ্রামের মো: মওলা বক্সের ছেলে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে ধুনট উপজেলার গোপালপুর খাদুলী ঠাকুরপাড়া গ্রামে মো: নুরুল ইসলামের বাড়িতে নলকূপ স্থাপনকালে এ বিদ্যুৎস্পৃষ্টের দুর্ঘটনাটি ঘটে। একই ঘটনায় বাড়ির মালিক নুরুল ইসলামের ছেলে মো: জেল হোসেন (২২) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানা গেছে, নিহত আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে নলকূপ স্থাপন ও মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ করেন। মঙ্গলবার সকালে গোপালপুর খাদুলী ঠাকুরপাড়া গ্রামে মো: নুরুল ইসলামের বাড়িতে নলকূপ স্থাপনের কাজ করছিলেন। আব্দুর রশিদকে নলকূপ স্থাপনের কাজে সহায্য করছিলেন বাড়ির মালিকের ছেলে জেল হোসেন।
ওই বাড়ির ওপর দিয়ে আড়াআড়িভাবে বিদ্যুৎ সঞ্চালনের মেইন তার টানাছিল। নলকূপ স্থাপনের কাজ করার সময় অসাবধানতাবশত আব্দুর রশিদের হাত থেকে ১টি লোহার রড বিদ্যুতের তারের ওপর পড়ে। এ সময় তাৎক্ষনিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ ঘটনাস্থলেই মারা যান। তাকে রক্ষা করতে গিয়ে জেল হোসেন বিদ্যুৎস্পর্শে ঝলছে গেছে। আহত জেল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টের বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্তি কর্মকর্তা (ওসি) মো: সৈকত হাসান জানান, এ দুর্ঘটনার কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত আব্দুর রশিদের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।