বগুড়ার ধুনটে বিয়ে দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন কর্মসূচি পালন করা ইভা খাতুন নামের ওই কলেজছাত্রীকে ৫দিন পর উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে প্রেমিকের বাড়ি থেকে কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। বিয়ে না করায় প্রেমিক ও তার বাবা-মার বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন ওই কলেজছাত্রীর বাবা।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সুলতানহাটা এলাকার কলেজছাত্রী ইভা খাতুনের সঙ্গে প্রায় এক বছর ধরে চিকাশি গ্রামের মো: আনছার আলীর ছেলে ইলেকট্রিক মিস্ত্রি মো: আলামিনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ অবস্থায় গত (২৯ জানুয়ারি) ইভাকে বিয়ের কথা বলে কলেজ থেকে প্রেমিক আলামিন তার নিজ বাড়িতে নিয়ে যায়। এরপর বিয়ে না করে প্রেমিকাকে বাড়িতে রেখে আলামিন কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। গত সোমবার থেকে বিয়ের দাবিতে প্রেমিক আলামিনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করতে থাকে ইভা খাতুন। এ অবস্থায় গত রবিবার (৩০ জানুয়ারি) কলেজছাত্রীর বাবা বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বগুড়ার ধুনটে বিয়ে না করায় প্রেমিকের বিরুদ্ধে অপহরণ মামলা, কলেজছাত্রী উদ্ধারের বিষয়ে, ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় শুক্রবার রাতেই কলেজছাত্রীর বাবা থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। ওই মামলায় আলামিন ও তার মা-বাবাকে আসামি করা হয়েছে। কলেজছাত্রীকে উদ্ধারের পর শনিবার (৩ ফ্রেব্রুয়ারি) তার শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান (শজিমেক মেডিকেল কলেজ ও তার জবানবন্দী রেকর্ডের জন্য তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এ মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।