বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি ও তার স্ত্রী জাহেরা চাভোশি বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহাসিক খেড়ুয়া মসজিদ পরিদর্শন করেছেন।
সোমবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় বাংলাদেশের মুঘল স্থাপত্যে অনুপ্রাণিত এই প্রাচীন নিদর্শন ঘুরে দেখেন তারা, ইতিহাস ও ঐতিহ্যের গল্প শোনেন প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে।
রাষ্ট্রদূতের সফরকে ঘিরে শেরপুর শহরজুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশি প্রহরা ও প্রশাসনিক তৎপরতায় পরিদর্শন পরিণত হয় এক স্মরণীয় আয়োজনে। রাষ্ট্রদূতের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় ঐতিহ্য হিসেবে রাষ্ট্রদূত দম্পতিকে উপহার দেওয়া হয় বিখ্যাত শেরপুরের দই। ফুলেল শুভেচ্ছা ও হৃদয়গ্রাহী আতিথেয়তায় আপ্লুত হয়ে তারা খেড়–য়া মসজিদের স্থাপত্য ও সৌন্দর্যে মুগ্ধতার কথা জানান।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ জানান, রাষ্ট্রদূতের এই সফর কেবল নিছক পরিদর্শন নয়, এটি বাংলাদেশ-ইরান সাংস্কৃতিক সম্পর্ককে আরও গভীর করে তুলবে। তিন দিনের সফরের সমাপ্তি ঘটে খেড়–য়া মসজিদের সৌন্দর্য অবলোকনের মধ্য দিয়ে।
ঐতিহাসিক এই মসজিদ কালের সাক্ষী হয়ে আজও বাংলার মুসলিম স্থাপত্য ঐতিহ্যের উজ্জ্বল প্রতীক। রাষ্ট্রদূতের পদচারণায় আজ সে ঐতিহ্যে যুক্ত হলো আন্তর্জাতিক কূটনৈতিক ছোঁয়া।