বগুড়ার শেরপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপজেলার সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত আমেনা বেগম (৩০) আওলাকান্দি গ্রামের ওসমান গনির স্ত্রী। তারদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান আছে।
নিহত আমেনার বড় ভাই মজিবর রহমান (৩৫) জানান, দুপুর ২টার দিকে আমার বোনের প্রতিবেশির কাছে মৃত্যুর কথা জানতে পারি। প্রথমে আমার বাবা ঘটনাস্থলে গেলে ভগ্নিপতির আত্মীয়রা তাকে বাড়িতে ঢুকতে দেয়নি। এরপরেই আমি গিয়ে বাড়ি তালাবদ্ধ অবস্থায় দেখতে পাই। বাড়ির ফটক ভেঙে ভিতরে প্রবেশ করেছি। আমি তাকে তার ঘরের ভিতরে ওরনা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
এ বিষয়ে কথা বলার জন্য ওমর ফারুক বা তার পরিবারের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, স্থানীয় গ্রাম পুলিশের কাছে সংবাদ পেয়ে বেলা সাড়ে ৪টার দিকে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল করার সময় নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এখন পর্যন্ত তার স্বামীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “বুধবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্ররণ করা হবে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।