বগুড়ার শেরপুর উপজেলায় সোহরাব হোসেন (৩২) নামের এক বিকাশ কর্মীর কাছ থেকে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাজীপুর এলাকায় এই ঘটনা ঘটে।
এ সময় তাকে ধারালো অস্ত্রের আঘাত করে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
ওই বিকাশ কর্মী বগুড়ার শাহজাহানপুর উপজেলার খট্টাপাড়া ইউনিয়নের দুরুলিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা ও সোহরাব হোসেন জানান, সকালে সাড়ে ৯টার দিকে শেরপুর পৌর শহরের জগন্নাথপাড়া এলাকার ‘নিদ্রাবিলাশ’ নামক একটি স্থান থেকে ২ লাখ টাকা সংগ্রহ করে মোটরসাইকেল যোগে বগুড়ার দিকে যাচ্ছিলেন।
এ সময় শেরপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌছালে মোটরসাইকেলে পেছন দিক থেকে আসা দুই দুর্বৃত্ত তাঁর পিঠে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে সে বাঁধা দিলে ছিনতাইকারীরা তাঁর ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় সোহরাব হোসেন রাস্তায় পড়ে যায়। তখন ছিনতাইকারীরা টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। তার আত্মচিৎকারে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ছিনতাইকারীদের চিহ্নিত করতে আমাদের কাজ চলছে। আশা করছি দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারব।