“দুর্যোগের পুর্বাভাষ প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে অগ্নিকা-বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের চত্বরে র্যালী, অগ্নিকা-বিষয়ক মহড়া শেষে আলোচনাসভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক খানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আব্দুল জব্বারের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার।
এসময় উপজেলা ফায়ার স্টেশন ম্যানেজার উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, হিসাবরক্ষণ কর্মকর্তা রেজাউল ইসলাম,সমবায় কর্মকর্তা মিল্টন রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, শেরপুর পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. আবু সাইদ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান প্রমুখ সহ স্কুল কলেজের রোভার স্কাউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা চত্বরে অগ্নিকান্ডের ঘটনা নির্বাপনে প্রাথমিকভাবে কলাকৌশল প্রদর্শন করেন ফায়ারকর্মীরা।