বগুড়ার শেরপুরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় শেরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে শেরপুর বাসস্ট্যান্ডের কোচ টার্মিনালের এসআর কাউন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে চিনে ফেলে আটকে রাখে এবং পুলিশে খবর দিলে, পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর শেরপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু গত ২৮ এপ্রিল শেরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা (নং-২৪) দায়ের করেন।
মামলায় এজাহাভুক্ত করা হয় বগুড়া-৫ আসনের সাবেক দুই সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান, আলহাজ্ব মুজিবুর রহমান মজনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম শিপ্লব, সাধারণ সম্পাদক নুরে আলম সানি,
ছাত্রলীগের সভাপতি হুমায়ুন করিব ড্যানি, সাবেক সভাপতি গালিব সরকার, সাধারণ সম্পাদক সাদায়েত জামান নিহাল, শহর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, অন্যান্য ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীসহ মোট ১৪১ জন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং অজ্ঞাতদের নাম।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিএনপির পক্ষ থেকে দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে। “অভিযুক্তদের মধ্যে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।