বগুড়ার শেরপুরে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। পৃথক অভিযানে শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকা থেকে রবি বাসফোঁড় (২৫) কে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সাব-ইন্সপেক্টর ময়নুল ইসলামের নেতৃত্বে ২০ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়।
অন্যদিকে সাব-ইন্সপেক্টর রয়েল হোসেন ও সাঈফ আহমেদের নেতৃত্বে গতকাল রাত ১১টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের শ্যামনগর এলাকা থেকে এক কেজি গাঁজা সহ ২ জনকে আটক করা হয়।
আটককৃত নারী মাদক ব্যবসায়ীর নাম সাবিনা বেগম (৩১)। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার জাবেদ আলীর মেয়ে। আটককৃত আরেকজনের নাম রমজান আলী (৩৯)। তিনি লালমনিরহাট সদর উপজেলার মৃত আব্দুল লতিফের ছেলে।
বগুড়ার শেরপুরে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।