বগুড়ার শেরপুরের ভবানীপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল হৃদয় সিকদারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার এসআই মো: রাকিব।
মৃত হৃদয় সিকদার পাবনা জেলার আমিনপুর থানাধীন সৈয়দপুর গ্রামের মৃত ওহাব সিকদারের ছেলে। তিনি বগুড়া পুলিশ লাইন্স থেকে গতকাল সন্ধায় ভবানীপুর পুলিশ ফাঁড়িতে যোগদান করেন।
যোগদানের রাতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থতা বুঝতে পেরে অন্যান্য পুলিশ সদস্যরা তাঁকে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মৃত্যুর পর বগুড়া পুলিশ লাইন্সে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানেই তাঁর পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, হৃদয় সিকদার এর আগেও অসুস্থ হওয়ায় বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে হেলিকপ্টারে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছিলো।