গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ঢাকা- বগুড়া মহাসড়ক অবরোধ করা হয়েছে।
বগুড়ার শেরপুরের বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতৃবৃন্দরা এই অবরোধের আয়োজন করে। বুধবার (১৬ জুলাই) বিকাল পাঁচটা থেকে ৪৫ মিনিট পর্যন্ত এই অবরোধ চলে। খবরও চলাকালে মহাসড়কের উভয় পাশে কয়েকশো বিভিন্ন ধরনের গাড়ি আটকে যায়।
অবরোধ চলাকালে দেখা যায়, গত বছরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাঁরা শেরপুরের নেতৃত্ব দিয়েছিল তাদের অনেকেই ছিলেন এই অবরোধে।
অবরোধের সময় গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপরে হামলায় ঘটনায় বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এই হামলার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
আজ শেরপুরে এই অবরোধে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারীদের মধ্যে সাদিকুর রহমান, মো. দূর্জয়সহ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায়।
এই অবরোধ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কারী ইয়াসিন আলী হিমেল বলেন, গোপালগঞ্জে তাঁদের নেতৃবৃন্দ উপরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বর্বরোচিত হামলার প্রতিবাদে এই অবরোধ তারা করেছেন। কেন্দ্রীয়ভাবে তাদের নেতৃবৃন্দ পরবর্তীতে বৃহত্তর কোন আন্দোলনের ডাক দিলে তারা সেই কর্মসূচি পালন করবেন।