দুর্ঘটনার পর স্থানীয় জনগণ কাভার্ড ভ্যান গাড়িসহ চালক শরিফুল ইসলামকে (৩৪) আটক করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। শরিফুলের বাড়ি নাটোর সদর থানার ধরাইল গ্রামে।
বগুড়ার শেরপুরে মহাসড়কে কাভার্ডভ্যান গাড়ির চাপায় বেলাল হোসেন (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১ টায় ঢাকা- বগুড়া মহাসড়কের শেরপুর পৌরশহরের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বগুড়ার শেরপুরে মহাসড়কে এই দুর্ঘটনায় নিহত বেলাল হোসেন (৫৭) শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া মহল্লার বাসিন্দা। তিনি স্থানীয় বাজারে একজন মাংস বিক্রেতা ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বেলাল মঙ্গলবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি হাট থেকে ছাগল কিনে ভ্যান গাড়িযোগে শেরপুরে আসছিল। ওই সময় ভ্যান গাড়িটি শহরের খেজুরতলা এলাকা দিয়ে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় আসার পথে পিছন থেকে একটি কাভার্ডভ্যান তার ভ্যানগাড়িকে চাপা দেয়।
এতে তিনি মহাসড়কের উপর পড়ে গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল ওয়াদুদ বলেন, ঘাতক ওই কাভার্ড ভ্যান গাড়ি ও তার চালক এখন পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।