বগুড়ার শেরপুরে ছয়টি মহিষসহ একটি পিকআপ ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ছিনতাইকৃত ছয়টি মহিষের মূল্য প্রায় ৮ লাখ টাকা। শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের শুখানগাড়ী এলাকায় রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের সময় চালক কে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে মো: তোজাম বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার গোদারবাগ গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো:তোজাম (৪৫)। তিনি ১৫ সেপ্টেম্বর বিকেলে নাটোরের সিংড়া উপজেলার জামতৈল হাট থেকে ৬ টি বকনা মহিষ ক্রয় করেন। পরে পিকআপযোগে কাজিপুরে যাওয়ার পথে শুখানগাড়ী এলাকায় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল কলেজের সামনে রাত সাড়ে ৯ টার সময় একদল দুর্বৃত্ত রাস্তায় সিএনজি ও গাছ ফেলে পিকআপটি গতিরোধ করে।
এসময় পিকআপ চালক ও তার সহকারী কে মারপিট করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনার পরপরই পথচারী ইউনিলিভার কোম্পানীর এক সেলসম্যানকে পথরোধ করে ৮৫ হাজার টাকা ও অপর পথচারী রানীরহাট এলাকার আতাউর রহমানের ছেলে সোহেল রানার কাছ থেকে একটি ৬ হাজার টাকা মূল্যের মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বগুড়ার শেরপুরে মহিষসহ পিকআপ ট্রাক ছিনতাই হওয়ার বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ছিনতাই হওয়া পিকআপ ট্রাক ও মহিষগুলো উদ্ধারের চেষ্টা চলছে।