বগুড়ার শেরপুরে সড়ক দূর্ঘটনায় স্কুল বাসে থাকা ৮ জন শিক্ষার্থী আহত হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বেলা ১২ টার দিকে ঢাকা- বগুড়া মহাসড়কের উপজেলার মহিপুর এলাকায় সামিট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের পরিবহন বাস এই দুর্ঘটনার কবলে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মহাসড়কের ঢাকাগামী লেন থেকে শিক্ষার্থীদের পরিবহন বাসটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশের মুখে একই লেনে বগুড়া থেকে আসা একটি সিমেন্ট কোম্পানির খালি ট্রাক স্কুল বাসটির সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা এবং অন্যান্য শিক্ষার্থীরা এসে বাসে আহত ছাত্র- ছাত্রীদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, একটি সিমেন্ট কোম্পানির ট্রাকের সামনে ছিল একটি সিএনজিচালিত গাড়ি। ট্রাকটির চালক মহাসড়কে এই সিএনজি গাড়িটি ওভারটেক করার সময় স্কুল বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে সামিট স্কুল এন্ড কলেজের শিক্ষাবিভাগের পরিচালক সাইফুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীরা হলো সপ্তম শ্রেণীর মোছা: খাদিজা (১৩), অষ্টম শ্রেণীর দোয়া খাতুন (১৪), ষষ্ঠ শ্রেণীর তমালিকা সরকার (১১) সহ আরো পাঁচজন ছাত্র আহত হয়। আহত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসা শেষে শিক্ষার্থীদের বাড়িতে অভিভাবকের কাছে পাঠানো হয়েছে।
দুর্ঘটনা কাবলিত স্কুল বাসের চালক গোপাল দত্ত বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ১০ নম্বর বাসে করে শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা থেকে বাসে উঠে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরছিল। বাসটি যখন মহাসড়কে থেকে সামিট স্কুল এন্ড কলেজ প্রবেশের মুখেই সিমেন্ট কোম্পানির একটি খালি ট্রাক বেপরোয়া গতিতে আসার কারনে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে তার স্কুল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে স্কুল বাসের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়। এতে আট জন শিক্ষার্থী আহত হয়।
এ বিষয়য়ে শেরপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক আজিজুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে এবং বাসটি শিক্ষা প্রতিষ্ঠানের হেফাজতে রাখা হয়েছে।