বগুড়ার শেরপুরে রাজনৈতিক মামলায় শেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সমাজকল্যাণ সম্পাদক রবিন মন্ডলকে (২৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দিবাগত রাতে পৌর শহরের উপজেলা গেট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিন মন্ডল শেরপুর পৌরসভার নয়াপাড়া এলাকার মৃত সুলতান মাহমুদের ছেলে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ২০২৪ সালের ২ নভেম্বরে হওয়া রাজনৈতিক মামলায় রবিন মন্ডল এজাহার ভুক্ত আসামি। গতকাল রাতে তাকে গ্রেফতার করে আজ শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।