বগুড়ার শেরপুরে অবৈধ মজুদ, অতিরিক্ত মূল্য নেওয়া, প্লাস্টিক বস্তা ও লাইসেন্স না থাকায় চারটি অটো রাইস মিলে ২ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারী) বেলা ৪ টা থেকে সন্ধা প্রায় সারে ৭ টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। চালের বাজার নিয়ন্ত্রণে চলমান এই অভিযানে শেরপুরের আলাল এগ্রো ফুড প্রডাক্টস, মকলেস ফুড প্রডাক্টস, ভাই ভাই ফুড প্রডাক্টস ও শাহ সুলতান ফুড প্রডাক্টসে মোবাইল কোর্ট আইনে জরিমানা করা হয়।
এর মধ্যে অতিরিক্ত মজুদ এবং ভাউচারের সাথে দামের মিল না পওয়ায় আলাল এগ্রো ফুডে ১ লক্ষ টাকা, লাইসেন্স বিহীন মোড়কজাত পণ্য মজুদ ও অতিরিক্ত মূল্য রাখায় মকলেস ফুড প্রডাক্টসে ১ লক্ষ টাকা, প্লাস্টিক বস্তা ব্যবহার ও লাইসেন্স না থাকায় ভাই ভাই ফুড প্রডাক্টসে ৫০ হাজার টাকা ও পাস্টিকের বস্তায় মোড়কজাত করায় শাহ সুলতান ফুড প্রডাক্টসে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বগুড়ার শেরপুরে অভিযানে, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সুমন জিহাদী, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো: রেজাউল করিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: কাইয়ুম সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সুমন জিহাদী জানান, বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে। চালের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য এবং সিন্ডিকেট করে যারা চালের দাম বৃদ্ধি করছে, তাদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।