বগুড়া জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে শফিকুল আলম তোতাকে সভাপতি ও ফিরোজ আহম্মেদ জুয়েলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শনিবার (২৯ মার্চ) বিকাল ৪টায় শেরপুর উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের হাসপাতাল রোডে সংগঠনের কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মালিক সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম রাজু। অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র জানে আলম খোকা, শহর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু, হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ আজিজুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, মোটর মালিক সমিতির শেরপুর শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সেলিম রেজা, শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু রায়হান আজাদ প্রমুখ।
কমিটিতে আরও ১৬ সদস্য স্থান পেয়েছেন, যারা আগামীদিনে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন।