বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে গার্ড বদলির ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগ উঠেছে। এতে আট শিক্ষকসহ ৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
রবিবার (০৪ মে) বগুড়া সদর থানায় শহরের লতিফপুর এলাকার বাসিন্দা আ স ম মোস্তাফিজুর রহমান তালুকদারের ছেলে টিএম মামুন নামের এক অভিভাবক মামলাটি দায়ের করেন।
মামলায় যেসব শিক্ষকদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, কলেজের বাংলা বিভাগের সহকারী শিক্ষক মো. আব্দুর রাজ্জাক ও প্রভাষক মো. আনিসুজ্জামান, ইংরেজির মো. শহিদুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞানের মাহবুবুর আলম টুটুল, ইসলাম শিক্ষার মো. ইসরাফিল হোসেন, আইসিটির মো. জহুরুল ইসলাম, সাধারণ বিষয়ের মো. আবু হানিফা এবং গণিতের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের গার্ড মাসুদ রানার বদলির ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে স্কুল মাঠে হামলা চালান। তারা তিনটি স্কুল বাস ভাঙচুর করেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও চালকদের মারধর করেন। এতে পুরো স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলায় বাসচালক ওয়াজেদ আলী, আব্দুল মান্নান ও নূরু মিয়া গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, এ সময় শিশু শিক্ষার্থীরাও হামলার শিকার হয়।
বগুড়া সদর থানার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি সরকারিকরণের দাবিতে ২৮ এপ্রিল থেকে শিক্ষকরা ক্লাস বর্জন করে আসছেন। পরে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করায় টানা আটদিন ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি বাড়ছে।
এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি হোসনা আফরোজা বলেন, ‘যারা শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে বিয়াম ফাউন্ডেশন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’