বগুড়া রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনের নিচে কাটা পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
বগুড়া রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, বোনারপাড়া থেকে সান্তাহারগামী ৪৯২ নম্বর ডাউন কলেজ ট্রেনটি বগুড়া স্টেশন ছাড়ার পরে ট্রেনের নিচে কাটা পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। তবে এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।
জি.আর.পি’র ইনচার্জ এসআই মো: খায়রুল ইসলাম জানান, অজ্ঞাত এক যাত্রী ট্রেনের নিচে কাটা পরে মারা যান। কাটা পরে তার দেহ টুকরো টুকরো হয়ে যায়। নিহতের খন্ডিত দেহটি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের কাছে রেলের ২১ নম্বর গেট থেকে উদ্ধার করা হয়। ট্রেন থেকে ছিটকে পড়ে তিনি কাটা পড়েন।
নিহতের দেহের অংশগুলো উদ্ধার করা হয়েছে। তবে খনো তার পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৪০-৪৫ বছর হবে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মরগে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হবে।