বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, রিপুর বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে। র্যাব-১৪ এর সদস্যরা রিপুকে মোহনগঞ্জ থেকে নেত্রকোণায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে জয়ী হন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। ২০২৪ সালের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে জয় পেয়ে সংসদ সদস্য হন তিনি।
গত ৫ অগাস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরপরই রিপুর বাড়ি ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সেদিনের পর থেকেই তার বাড়িতে ঝুলছে তালা, এতদিন পরিবারসহ আত্মগোপনে ছিলেন তিনি।