কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি একেবারে নিষিদ্ধের ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা জারি করেছেন সদ্য প্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার নাইলা ইয়াসমিনের স্বাক্ষর করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার নাইলা ইয়াসমিন।
অফিস আদেশে জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অবগতির জন্য জানানো হচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে আজ ১৭ সেপ্টেম্বর থেকে নামে ও বেনামে সব ধরনের দলীয় লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো।
এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও এ অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।