বঙ্গোপসাগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১টি মাছ ধরার ট্রলার পুড়ে গেছে। এ সময় ২ জেলে দ্বগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চরগঙ্গামতি সংলগ্ন দেড় কিলোমিটার সাগর অভ্যন্তরে এ দুর্ঘটনাটি ঘটেছে।
অগ্নিদ্বগ্ধরা হলেন, মো: সাহেব আলী হাওলাদার (৪৫) ও মো: মামুন (৩০)। এর মধ্যে সাহেব আলীর অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গোপসাগরে ট্রলারে আগুন লাগার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, সব ধরনের মালপত্র নিয়ে ৮ জন জেলেসহ ট্রলারটি সাগরে মাছ শিকারের জন্য রওয়ানা দেয়। আনুমানিক দেড় কিলোমিটার বঙ্গোপসাগরের গভীরে গিয়ে রান্নার জন্য গ্যাস সিলিন্ডারের সুইচ অন করলে বিস্ফোরণে ট্রলারটিতে আগুন লেগে যায়।
আগুনে ট্রলার এবং জালসহ ট্রলারে থাকা সকল মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুনে ২ জেলের শরীরের বিভিন্ন অঙ্গ ঝলসে গেছেন। এ দুর্ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ১২ লাখ টাকা।