সোমবার, ১২ মে, ২০২৫

বনশ্রীতে সাত বছরের শিশু ধর্ষণের দায়ে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

বিশেষ সংবাদ

রাজধানীর বনশ্রীতে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে

আজ বুধবার (১৯ মার্চ) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হেপী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা জারি করে তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম বরগুনা জেলার সদর উপজেলার পরীখাল গ্রামের মো. ফজলুল হকের ছেলে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২১ সালের ২৩ মার্চ বনশ্রীতে ভুক্তভোগী শিশুটির বাসায় পড়াতে আসেন গৃহশিক্ষক জাহিদুল ইসলাম। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে শিশুটির বাবা-মা বাসার পাশে একটি গ্যারেজে কাজ করছিলেন। এ সময় জাহিদুলকে তড়িঘড়ি করে বাসা থেকে বের হতে দেখে তারা সন্দেহ করেন। কিছুক্ষণ পর শিশুটির কান্নার আওয়াজ শুনে ঘরে গিয়ে ঘটনাটি জানতে পারেন। এরপর শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

২০২১ সালের ২৪ জুলাই মামলাটির তদন্ত কর্মকর্তা উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পুলিশ পরিদর্শক মোছা: রাশিদা জাহান রুনা তালুকদার তদন্ত শেষে আসামি জাহিদুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

২০২২ সালের ২০ জানুয়ারি আদালত চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। বিচার চলাকালে আদালত মামলার ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

সরকারি কৌঁসুলি মো. সাজ্জাদ হোসেন (সবুজ) রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “ধর্ষকের কোনো ছাড় নেই। এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে কেউ ভবিষ্যতে এই ধরনের অপরাধ করার সাহস না পায়।”

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ইমরান হোসেন বলেন, “আমরা এই রায়ে সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল করবো এবং আশা করি, ন্যায়বিচার পেয়ে আসামি খালাস পাবেন।”

এই রায় শিশু ও নারী নির্যাতনবিরোধী কঠোর আইনি অবস্থানের এক গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

আমি অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না: অভিনেতা আরিফিন শুভ

ভারতের এক ক্যাফেতে বসে নিরুত্তাপ কণ্ঠে চিত্রনায়ক আরিফিন শুভ বলেছেন, “আমি সম্পূর্ণভাবে অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না।” 'মুজিব' সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের পর...

উটের দুধের ব্যবসা শুরু করছেন মিষ্টি জান্নাত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এবার পর্দার বাইরেও চমক নিয়ে হাজির। ক্যামেরার পেছনে সময় কাটালেও তিনি বসে নেই—ব্যবসায়ী রূপে শুরু করতে যাচ্ছেন এক ব্যতিক্রমধর্মী...

জনপ্রিয়

অপরাধ

তাপদাহে ঘরছাড়া জীবিকা, বিপাকে শ্রমজীবী মানুষ

রোদের আগুনে যেন ঝলসে যাচ্ছে জনপদ। বাতাসে নেই বিন্দুমাত্র শীতলতা, বরং ঘামে ভিজছে শরীর, কষ্টে কাঁপছে জনজীবন। বগুড়াসহ সারা দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস করছে...

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১১ মে)...

তাপদাহে ঘরছাড়া জীবিকা, বিপাকে শ্রমজীবী মানুষ

রোদের আগুনে যেন ঝলসে যাচ্ছে জনপদ। বাতাসে নেই বিন্দুমাত্র শীতলতা, বরং ঘামে ভিজছে শরীর, কষ্টে কাঁপছে জনজীবন। বগুড়াসহ...

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

গরমে ঘরে বসেই ফিরিয়ে আনুন ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা

বৈশাখের শেষ দিকে গ্রীষ্মের তেজ যেন আরও চড়া হয়েছে। তীব্র রোদ, ধুলাবালি আর ঘামের কারণে কেবল শরীর নয়,...