বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত ১৬ বছরের অপশাসনের কারণে ফ্যাসিবাদ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তারা অকারণে গুলি করে ছাত্র-জনতার প্রাণ নিয়েছে। বন্দুকের গুলি এই দেশের ছাত্র-জনতাকে দমাতে পারেনি।
শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামকে উদ্দেশ্য করে বিএনিপি নেতা মঈন খান বলেন, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। বেশ কয়েক বছর আগে মোরেলগঞ্জে পড়াশোনা শেষ করে বাগেরহাটে কলেজে গিয়েছিলেন তিনি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে অধ্যাপনায় যুক্ত হন। বর্তমানে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি।
বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ওবায়দুল ইসলাম বলেন, বিগত সময়ে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। বিগত সরকারের আমলে প্রশ্নফাঁস ছিলো শিল্প। গত ১৭ বছরে দেশের উন্নয়নের চেয়ে ব্যক্তির উন্নয়ন হয়েছে বেশি। এ সময় তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।