শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বানিয়ে দিচ্ছেন তাসরিফ খান

বিশেষ সংবাদ

গত মাসের ভয়াবহ বন্যায় দেশের ১১ জেলায় প্রায় শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়। বন্যার কারণে ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার ও মৌলভীবাজারে সাধারণ মানুষ ব্যাপক ক্ষতিস্ত হয়।

স্মরণকালের এই ভয়াবহ বন্যায় দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি উদ্ধার ও ত্রাণ বিতরণে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে যান সংগীতশিল্পী তাসরিফ খান। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়ায় ব্যাপক ভূমিকা রাখছেন তিনি। ফেনীতে একজন কৃষককে ঘর বানিয়ে দিয়েছেন এই তরুণ গায়ক।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে ফেসবুকের এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তাসরিফ খান। তিনি জানিয়েছেন, বন্যায় সর্বস্ব হারানো ফেনীর পরশুরাম উপজেলার বাসিন্দা মো: জমিতার বারখুকে নতুন করে একটি ঘর বানিয়ে দিয়েছেন তিনি। ঘড় বানাতে খরচ হয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৭৭৫ টাকা।

এর আগে, ফেনীর বন্যায় সব হারানো কৃষক মো: নূর করিম ভাইয়ের জন্য একটি নতুন ঘর তৈরি করে দেয়া হয়েছে। যেটি নির্মাণে ব্যয় হয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৭৭৫ টাকা। ত্রাণের টাকায় নির্মিত ঘরের ছবি প্রকাশ করে তাসরিফ জানা, এ রকম ৫টি ঘরের কাজ চলমান রয়েছে। বর্তমানে ৩য় ও ৪র্থ ঘরের কাজ চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ