বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়ে মো: ফাহিম আহমাদ পলাশ নামের এক যুবক মৃত্যুবরণ করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
বুধবার (০৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সম্মিলিত ঢাকার সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন ফাহিম। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু আশিক সরকার।
এর আগে, গত মঙ্গলবার (২৭ আগস্ট) ত্রাণবাহী একটি গাড়ি নোয়াখালীতে বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ফাহিম গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চমেকে ৮ দিন আইসিউতে থাকার পর ফাহিমের অবস্থার অবনতি হলে মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সিএমএইচে নিয়ে যাওয়া হয়। বুধবার ভোরে সিএমএইচের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ফাহিমের বন্ধু আশিক সরকার বলেন, দুর্ঘটনার পর চমেক হাসপাতালেই ফাহিমের চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু পরবর্তীতে অবস্থার অবনতি ৮ দিন পর তাকে ঢাকায় নিয়ে আসি। কিন্তু ঢাকায় এনেও শেষ রক্ষ হলো না। ফাহিম আর আমাদের মাঝে নেই! বন্যার্তদের সাহায্য করতে গিয়ে নিজেই জীবন দিলো।