চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমণে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা মরদেহ নিয়ে শনিবার (২২ মার্চ) সকাল থেকে পেকুয়া-আনোয়ারা-বাঁশখালী সড়ক অবরোধ করেন, যা দীর্ঘ যানজটের সৃষ্টি করে।
শুক্রবার (২১ মার্চ) গভীর রাতে বড় উঠানের শাহমীরপুর জমাদারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাত ২টার দিকে বন্য হাতি একটি টিনশেড ঘর ভেঙে ফেলে। আতঙ্কে মা খজিমা বেগম শিশুটিকে নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে এ সময় শিশুটি হাতির সামনে পড়ে গেলে হাতিটি শুঁড়ে তুলে আছাড় দেয়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির মা গুরুতর আহত হন এবং বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত শিশুর নাম মো. আরমান জাওয়াদ, সে ওই এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।
আজ ভোর ৬টা থেকে ক্ষুব্ধ এলাকাবাসী কেইপিজেড গেট এলাকায় সড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, বন্য হাতির আক্রমণ প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।
শিশুটির বাবা মোহাম্মদ ইব্রাহীম বলেন, “হাতি আমার ছেলেকে হত্যা করেছে এবং আমার স্ত্রীকে আহত করেছে। আমরা চাই, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে। হাতিগুলোকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে।”
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম পাটোয়ারী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, স্থানীয়রা বন্য হাতির তাণ্ডব বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ ও বন বিভাগের হস্তক্ষেপ দাবি করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কী পদক্ষেপ নেবে, তা এখন দেখার বিষয়।