বরগুনায় নাসির হাওলাদার ওরফে কাটা নাসির (৩৮) নামের এক যুবদল নেতাকে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (০১ জানুয়ারি) দুপুরে পাথরঘাটা উপজেলার কালমেঘা এলাকার সত্তার মেলেটারির বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
নিহত নাসির হাওলাদার ওরফে কাটা নাসির পাথরঘাটা পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের মো: শাহজাহান হাওলাদারের ছেলে। তিনি ওয়ার্ড যুবদলের সদস্য ছিলেন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহাদাত হোসেন গণমাধ্যমে জানান, আজ দুপুরে নাসিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার দুই পায়ের রগ কাটা ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে নাসিরের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, আজ দুপুরে বাড়ির সামনে নাসিরের ডাক ও চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি রাস্তার পাশে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এ সময় ঘটনাস্থল থেকে রাব্বি ও হাসান নামের দু’জন যুবক মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। ওই রাব্বির হাতে ১টি রামদা ছিল।
উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, নাসির যুবদলের একজন স্বক্রিয় নেতা। আজ দুপুরের দিকে দলীয় প্রোগ্রাম শেষে নাসির তার শ্বশুরবাড়ি যাওয়ার পথে তার মোটরসাইকেলের গতি রোধ করে ৮ থেকে ১০ জনের একটি গ্রুপ তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। অভিযুক্তরা সবাই আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তার একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় এলাকায় অরাজকতা সৃষ্টি করছে বলেও দাবি করেন তিনি।
বরগুনায় যুবদল নেতাকে হত্যা বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান জানান, যুবদল নেতা নাসিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত রাব্বি ও তার বাবা মাহবুবকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে জন্য অভিযান চলমান রয়েছে।