বরিশালে বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে বুলডোজার দিয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা মো: আমির হোসেন আমুর বাড়ি ভাঙা শুরু হয়েছে।
রাত ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব নেতারা কালীবাড়ি রোডে সাদিক আবদুল্লাহর বাড়ির সামনে ভিড় জমান। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা একটি বুলডোজার নিয়ে এলেও সেনাবাহিনীর সদস্যদের মুখে তারা বুলডোজার ব্যবহার করতে পারেনি।
এর আধা ঘণ্টা পর বুলডোজার দিয়ে সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর বাড়ি ভাঙা শুরু হয়। রাত প্রায় দেড়টার দিকে বাসভবন ঘিরে ভাঙচুরের একপর্যায়ে বুলডোজার দিয়ে বাসভবনের নিচতলার একাংশ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। পরবর্তীতে ৩ তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল বেলাও বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা চলছিলো।
সাদিক আবদুল্লাহর পিতা সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং শেখ হাসিনার ফুফাতো ভাই।
গতকাল রাত ২টার দিকে বরিশালে বগুড়া রোডে আমির হোসেন আমুর বাড়ি বুলডোজার চালিয়ে ভাঙা শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা সকাল পর্যন্ত ৩ তলা বাড়ির একতলার নিচের অংশ ভেঙে ফেলেছেন।