পটুয়াখালী বাউফলে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ঘুমন্ত স্বামী শাকিল হাওলাদারের গোপনাঙ্গ কেটে পালিয়েছেন স্ত্রী সাথী আক্তার। পরে আহত শাকিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রবিবার(১৩ অক্টোবর) বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে এই ঘটনা ঘটেছে। আহত শাকিল ধানদী গ্রামের মো: রফিক হাওলাদারের ছেলে। অভিযুক্ত স্ত্রী সাথী আক্তার একই ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের মো: ইউনুসের মেয়ে।
শাকিলের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১ বছর আগে সাথী আক্তার তার আগের স্বামীর বাড়ি থেকে পালিয়ে এসে শাকিল হাওলাদারকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো।
প্রায়ই সময় তাদের মধ্যে পাল্টা-পাল্টি মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে একাধিকবার সালিশও হয়েছে। সর্বশেষ শনিবার (১২ অক্টোবর) রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে রবিবার ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে পালিয়ে যান স্ত্রী সাথী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন, ধারালো চাকু দিয়ে গোপনাঙ্গ কাটা হয়েছে। তবে রোগী বর্তমানে আশঙ্কামুক্ত।
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন জানিয়েছেন, এখনো কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।