বাংলাদেশকে অস্থির করে কেউ শান্তিতে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলাম শিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ।
শুক্রবার (০৬ ডিসেম্বর) সকালে ঢাকার শাহজাহানপুরের মৈত্রী সংঘ মাঠে কর্মী সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এই সম্মেলন আয়োজন করা হয়।
শফিকুল ইসলাম বলেন, বিজয়ের মাসকে কলঙ্কিত করেছিল পতিত ফ্যাসিস্ট সরকার। সনাতনীদের ব্যবহার করে যে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে পতিত ফ্যাসিস্ট তা আর কখনও সফল হবে না। ফ্যাসিস্ট সরকারের এই ষড়যন্ত্রের কারণে সকল ভেদাভেদ দূর হয়ে দেশের সকল রাজনৈতিক দল ও সংগঠন এখন আরও বেশি ঐক্যবদ্ধ বলে দাবি করেছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক এই সভাপতি।
তিনি আরও বলেন, বাংলাদেশকে অস্থির করে কেউ শান্তিতে থাকতে পারবে না। প্রতিবেশী দেশের ইঙ্গিতেই সাঈদী ও নিজামীকে হত্যা করা হয়েছে, আইনজীবী আলিফের রক্ত বৃথা যাবে না বলেও জানিয়েছেন তিনি।