বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের মূল হোতা শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারত অপপ্রচার চালিয়েই যাচ্ছে। এ বিষয়ে দেশের সকলকে সতর্ক থাকতে হবে। না হলে জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদের সম্মুখিন হবো।
বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাতে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রাজনৈতিক দল নিষিদ্ধের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে আমি মনে করি যে আমার মতামত দেওয়া সমুচিত নয়। কারণ এই মতামত দেবে বাংলাদেশের সাধারণ জনগণ। কোন দল রাজনীতি করবে আর কোন দল রাজনীতি করবে না এবং নির্বাচনে যারা জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা এমনি বাতিল হয়ে যাবে অথবা দেশের পার্লামেন্ট এই সিদ্ধান্ত নেবে। আমি একজন গণতান্ত্রিক ব্যক্তি, আমি বিশ্বাস করি যে, কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধ রাজনৈতিক দলের নয়, এটা দেশের জনগণের ব্যাপার।
সম্পতি উপদেষ্টা নিয়োগের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে উপদেষ্টা নিয়োগ করার কোনও প্রচলন নেই। এটা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিজস্ব এখতিয়ার। তাদের সুবিধার জন্য যাকে যাকে নেওয়ার দরকার তাকেই তারা নেবেন।