বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ বিগত ১৬ বছরে বাংলাদেশকে বেচে দিয়েছে তবে তারা তিস্তার একফোঁটা পানি আনতে পারে নাই। ভারতের সঙ্গে বাংলাদেশের মোট ৫৪টা নদী আছে, প্রত্যেকটা নদীতেই তারা বাঁধ বসিয়ে রেখেছে। একদিকে ভারত আমাদের পানি দেয় না, অন্যদিকে দেশের শত্রু শেখ হাসিনাকে তারা দিল্লিতে রাজার হালে বসিয়ে রেখেছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রংপুর ও লালমনিরহাটের তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চর পয়েন্টে তিস্তা রক্ষা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পলন করে বিএনপি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অবস্থান কর্মসূচিতে বিএনপির মহাসচিব বলেন, দিল্লিতে বসে ফ্যাস্টি হাসিনা বিভিন্ন রকম হুমুক জারি করে। আজকে যে সংগ্রাম শুরু হয়েছে, এটা আমাদের বাঁচা মরার সংগ্রাম। আজকের আন্দোলকে আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব।
ভারতের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, তাদেরকে (ভারত) পরিস্কার করে বলতে চাই। যদি বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান তাহলে সবার আগে আমাদের তিস্তার পানি দেন। সীমান্ত হত্যা বন্ধ করেন। আর বাংলাদেশের মানুষের সঙ্গে যে দাদার মতো আচরণ করেন সেটাও বন্ধ করেন। আমরা নিজের পায়ের ওপর দাঁড়াতে চায় এবং আমাদের হিস্যা (অধিকার) বুঝে নিতে চাই। আমরা ভারতকে বন্ধু হিসেবে দেখতে চাই তবে কিন্তু বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে।