এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এ রাষ্ট্রের একটি পবিত্র আমানত। অন্য দেশের ঘটনার দায় বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর চাপিয়ে দেওয়া অনুচিত।
শনিবার দুপুরে লালমনিরহাটের তিস্তা ব্যারাজ, বুড়িমারী স্থলবন্দর ও পাটেশ্বরী মন্দির পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, “আমাদের সমাজে সম্প্রীতির ঐতিহ্য দীর্ঘদিনের। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দেশের নাগরিক। এদেশে কাউকে বিচ্ছিন্ন করে নয়, সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে।”
এ সময় তিনি বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে সারাদেশের বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি জানান। তিনি বলেন, “আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার আগামী জুন-জুলাইয়ের বাজেটে এই সড়ক উন্নয়নের বরাদ্দ রাখবে।”
তিনি আরও জানান, ভারত থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ১৮টি পণ্য আমদানি নিষিদ্ধ হওয়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান ব্যাহত হচ্ছে। এতে সরকারও রাজস্ব হারাচ্ছে। “সিন্ডিকেট ভেঙে পণ্য আমদানি সহজ করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নিতে হবে বলেও জানান তিনি।
পাটেশ্বরী মন্দির পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব, এবি পার্টির নেতা এরশাদ হোসেন সাজু প্রমুখ।