বাংলাদেশ চলচ্চিত্রের সেন্সর বোর্ডের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার (১৮ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরিবোর্ডের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সারাদেশে সিনেমা ব্যবসায়ীদের যেন আর্থিক ক্ষতি না হয়, সেই কারণে আপৎকালীন সেন্সর বোর্ড তৈরি করা হয়েছিল। এটির নাম পরিবর্তন করে এখন ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ হবে।
তিনি বলেন, বাংলাদেশ চলচ্চিত্রের আইন ও বিধি নিয়ে পর্যালোচনা করা হবে। বেশ কিছুদিন আগে সেন্সর বোর্ড নিয়ে একটি গেজেট প্রকাশ হয়েছিল, কিন্তু তার কোনও বিধিমালা ছিল না। এ ক্ষেত্রে এখন বাংলাদেশ চলচ্চিত্র বোর্ডে এর নাম থেকে ‘সেন্সর’ শব্দ বাদ দিয়ে ২০২৩ সালের আইন দ্রুততম সময়ে মধ্যে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
তিনি আরও বলেন, এখনও প্রচুর সিনেমা মুক্তি দেওয়া বাকি আছে বলে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সিনেমা মুক্তির সুবিধার্থে দ্রুততম সময়ের মধ্যে এই আইন কার্যকর করা হবে বলেও জানিয়েছেন তিনি।