বাগেরহাটের মোংলার পশুর নদীতে ইটবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এসময় ট্রলারে থাকা অন্যরা সাঁতর কেটে তীরে উঠলেও ১ জন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার (২৭ মার্চ) দিবাগত গভীর রাতে মোংলা উপজেলার বিদ্যারবাহন এলাকার পশুর নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটেছ। তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।
বাগেরহাটের মোংলার পশুর নদীতে ট্রলারডুবির বিষয়ে মোংলা ইপিজেডের ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন অফিসার মো: আরভেজ আলী জানান, খুলনা থেকে পশুর নদী পার হয়ে মোংলায় যাচ্ছিল ইটবোঝাই ট্রলারটি।
মাঝ নদীতে হঠাৎ প্রচণ্ড ঝড়ে ওই ট্রলারটি ডুবে যায়। এরপর ট্রলারে থাক ৫ জনের মধ্যে ৪ জন সাঁতার কেটে তীরে উঠলেও ১ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল থেকে মোংলা ইপিজেডের ফায়ার সার্ভিসের ১টি দল ওই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন।