বাজারে মাছ ও সবজির দাম ঊর্ধ্বমূখী। তবে কিছুটা কমেছে ডিমের দাম। বিদায়ী আ. লীগ সরকারের আমলে গঠিত সিন্ডিকেটের কারণে মাছ, ডিম ও সবজির বাজারের আগুন অন্তর্বর্তীকালীন সরকারও নিয়ন্ত্রণে আনতে পারেনি। উল্টো অনেকক্ষেত্রে পণ্যের দাম নিয়ন্ত্রণ যেন অসম্ভব হয়ে উঠছে।
মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাজারে আবারো বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। অধিকাংশ সবজিই বিক্রি হচ্ছে ১০০ টাকার কাছাকাছি।
এছাড়া প্রায় সব জাতের মাছের দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা পর্যন্ত। ইলিশে বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। তবে ডিমের দাম ডজনে ১০ টাকা কমেছে।
শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার সরেজমিন ঘুরে দেখা গেছে, বরবটির কেজি ১৪০ টাকা, ঢেরশের কেজি ১১০ থেকে ১২০ টাকা, করলার কেজি ৯০ টাকা, চিচিঙ্গার কেজি ৯০ টাকা, পটলের কেজি ৯০ থেকে ১০০ টাকা, ধুন্দলের কেজি ৮০ টাকা ও বেগুনের কেজি ৭০ থেকে ১৮০ টাকা।
অপরদিকে বাজারে রুই থেকে ইলিশ সব ধরনের মাছের দাম বেড়েছে। গেল সপ্তাহে বিক্রি হওয়া ১৭০০ টাকার ইলিশ এখন বিক্রি হচ্ছে ১৯০০ থেকে ২০০০ টাকায়। ৪৫০ টাকার রুই এখন বিক্রি হচ্ছে ৬০০ টাকায়।
কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। ১৮০ থেকে ১৯০ টাকার মুরগি এখন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়। তবে কিছুটা কমেছে ডিমের দাম। প্রতি ডজনে ১০ টাকা কমে এখন ডিম বিক্রি হচ্ছে ১৫৬ টাকায়।