বান্দরবানে বন্যহাতির আক্রমণে মোহাম্মদ কালু (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের ইছহাক মেম্বার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক মো: কালু কক্সবাজারের মহেশখালী উপজেলার আক্কেল আলীর ছেলে।
জানা গেছে, উপজেলার সরই ইউনিয়নের ইছহাক মেম্বার পাড়া এলাকার একটি পানের বরজে কাজ করতেন মো: কালু। বান্দরবানের গহিন পাহাড় থেকে খাবারের খোঁজে লোকালয়ে আসে বন্যহাতির একটি পাল। এ সময় খামার বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় শ্রমিক কালুকে আক্রমণ করে বন্যহাতি। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বান্দরবানে বন্যহাতির আক্রমণে শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহাদাৎ হোসেন জানান, বন্যহাতির আক্রমণে একজন শ্রমিক নিহত হয়েছেন। তবে কোনও অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।