রাজবাড়ীর বালিয়াকান্দিতে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি মামলায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার মশিউল আজম চুন্নুসহ (৫৪) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। যৌথবাহিনী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌরাস্তা মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, নিজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ ও রাজবাড়ী জেলা বিএনপির নেতা মশিউল আজম চুন্নুর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৭জন আহত হয়। সংঘর্ষের ঘটনায় থানায় একটি চাঁদাবাজির মামলা হয়েছে।
ঘটনার খবর পেয়ে রাজবাড়ী জেলা শহরের সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর ক্যাপ্টেনসহ একটি টহল দল ও বালিয়কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার মশিউল আজম চুন্নুসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
বালিয়াকান্দিতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন বলেন, এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার ভূইয়া বাদি হয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার মশিউল আজম চুন্নুসহ ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামায় আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মশিউল আজম চুন্নুসহ তার দুই সহযোগী রুবেল ও কামরুজ্জামানকে আদালতে প্রেরণ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।