বালিয়াকান্দিতে ভোট কেন্দ্রে পাহারায় থাকা গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট কেন্দ্রে রাতে পাহারায় থাকা শ্রী রনজিৎ কুমার দে (৪৫) নামে এক গ্রাম পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই গ্রাম পুলিশ সদস্য বালিয়াকান্দি উপজেলার চরআড়কান্দি গ্রামের মৃত শ্রী শিবেন্দ্রনাথ দে’র ছেলে।
আজ শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে বালিয়াকান্দি উপজেলার চরআরকান্দি সরকারি প্রাথমিক স্কুলের পাশে কাঠবাগান থেকে গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় লেকজন জানান , গ্রাম পুলিশ রনজিৎ কুমার চর আড়কান্দি সরকারি প্রাথমিক স্কুলে ভোট কেন্দ্রে পাহারা দিতে আসে। তার সঙ্গে স্কুলের নৈশপ্রহরী মো: ইউসুফ হোসেন ছিল।
গতকাল শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে রনজিৎ কুমার স্কুলের পেছনে কাঠবাগানে থাকা শৌচাগারে যান। প্রায় আধাঘণ্টা পাড় হলেও তিনি ফিরে না আসায় নৈশপ্রহরী তাকে ডাকাডাকি শুরু করতে থাকেন। পরে কোন সাড়াশব্দ না পাওয়ায় বিষয়টি স্কুলসংলগ্ন চর আড়কান্দি হাফেজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মো: মুফতি ইলিয়াস শেখকে জানান পরে তিনিসহ বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একপর্যায়ে স্কুলের শৌচাগারের পাশে গাছ বাগানের ভেতর থেকে গ্রামপুলিশের মরদেহ পাওয়া যায়।
রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ জানা, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে করে গ্রাম পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে রজবাড়ী জেলা প্রশাসক কায়সার খান নিহত গ্রাম পুলিশ সদস্যর পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও নিহতের ছেলে রাতুল কুমার দে’কে গ্রাম পুলিশের চাকরির নিশ্চয়তা দেন তিনি।