ঢাকার সাভারের আশুলিয়ায় নিজ বাসায় ছোট পোর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের আঘাতে তার স্ত্রীও আহত হয়েছেন। তাদের দু’জনকেই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে আশুলিয়ার জিরাবো এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আলম সিদ্দিক।
জানা যায় আশুলিয়ার জিরাবো এলাকার নিজ বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করেন অভিনেতা আজাদ। আজ ভোরে দুইজন দুর্বৃত্ত তাদের বাড়ির রান্না ঘরের জানালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় অভিনেতা আজাদ ও তার স্ত্রী বিষয়টি বুঝতে পেরে বাইরে আসলে দুর্বৃত্তরা আজাদের পায়ে তিন রাউন্ড গুলি চালায়।
ওই সময় তার স্ত্রীকেও কড়াই দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আলম সিদ্দিক বলেন, দুর্বৃত্তরা বাড়ির রান্নাঘরের জানালার গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করে অভিনেতা আজাদের দুই পায়ে গুলি করেছে। এসম তার স্ত্রীকেও আঘাত করে আহত করা হয়েছে। তারা দু’জনই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও বলেন, ডাকাতি কিংবা কোনও উদ্দেশে গুলি করা হয়েছে তা স্পষ্ট না। আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।