বাগেরহাটে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় স্ত্রী গুরুতর মিনু বেগম আহত হয়েছেন। শনিবার (২২ জুন) সকাল ৯ টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের সিএন্ডবি বাজার সংলগ্ন ধরের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেল চালক খলিলুর রহমান (৪৪) ও তার ২০ মাস বয়সী ছেলে। এ সময় খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম (৩৬) গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে পটুয়াখালী থেকে মোটরসাইকেলে তিনজন আরোহী যশোর গদখালী এলাকায় যাচ্ছিলেন। পথে মধ্যে খুলনা-বাগেরহাট মহাসড়কের ধরের ব্রিজ এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয় থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠিয়েছে।
কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে। তবে দুর্ঘটনার পর বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।