গণঅভ্যুত্থান ২০২৪, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্র, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকায় একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (০১ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এই আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। অনুষ্ঠানটি ঘিরে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সভাপতিত্ব করবেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
দলীয় সূত্রে জানা গেছে, এই অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন সময় রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের সদস্যরাও। তাদের কেউ কেউ মঞ্চে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। শহীদ পরিবারের কথা সামনে এনে আন্দোলনের নৈতিক ভিত্তি আরও দৃঢ় করার প্রয়াস চালাবে দলটি।
এছাড়া জাতীয় পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন এবং দলীয় ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ইঙ্গিত দিতে পারেন বলে দলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।