বিএনপির দুই ভাইস চেয়ারম্যান আটক, নাসির উদ্দিনের বাসায় তল্লাশি। বিএনপির দুই ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ও আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে। রাজধানী মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রবিবার (৫ নভেম্বর) ভোরে গাজীপুরের টঙ্গী থেকে শাহজাহান ওমর ও আলতাফ হোসেনকে মধ্যরাতে রাজধানীর একটি এলাকা থেকে গ্রেপ্তার করে।
র্যাব জানান, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আলতাফ হোসেন গত (২৮ অক্টোবর) প্রধান বিচারপতির বাসভবনে হামলার এজাহার ভুক্ত আসামি। স্পেশালাইজড কম্পানি র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
গাজীপুর টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুস্তাফিজুর রহমান জানান, আলতাব হোসেন চৌধুরীকে র্যাব আটক করেছে। এ বিষয়ে সংস্থাটি তাদের কিছু জানায়নি। বিএনপির মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ নভেম্বর) মধ্যরাতে রাজধানী মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) সদস্যরা রাজধানীর একটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। দলীয় সূত্রে জানা যায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দীন অসীমের, ধানমণ্ডির বাসায় অভিযান চালিয়েছে গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার রাত ১২টার দিকে অসীমের ধানমণ্ডির বসভবন ঘিরে ফেলে তারা। প্রায় কয়েকঘন্টা বাসার বিভিন্ন কক্ষে খোঁজাখুঁজি করে তারা।
তার স্ত্রী-সন্তানরা বাসায় অবস্থান করলেও নাসির উদ্দীন বাসায় ছিলেন না।