শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

বিএনপির দুর্নীতিবাজ নেতারা পালানোর সুযোগ পাবে না: বিএনপি নেতা মনিরুল হক

বিশেষ সংবাদ

আওয়ামী লীগের নেতারা তো দেশে থেকে পালানোর সুযোগ পেয়েছে, বিএনপির দুর্নীতিবাজ নেতারা সেই সুযোগও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী

শনিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার লালমাই উপজেলার জামুয়া উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির দুর্নীতিবাজ নেতাদের উদ্দেশ্যে সাবেক এমপি মনিরুল হক চৌধুরী বলেন, আমাদের দলের (বিএনপি) ক্যাডাররা, সাবধানে থাইকেন। আওয়ামী লীগের মতো কর্মকাণ্ড করলে তারা পালানোর সময় পাইছে কিন্তু আপনারা তাও পাবেন না। আমাদের কিছু নেতাকর্মীরা দলের (বিএনপি) নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়েছে। যার সব ডকুমেন্ট সংগ্রহ করা হচ্ছে। আপনারা কিছুতেই ছাড় পাবেন না।

বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক বলেন, আমার দলের নেতাকর্মীরা কে কী করেন, আমাদের কাছে সব রিপোর্ট আসে। যদি কারো বিরুদ্ধে আমরা অনিয়মের প্রমাণ পাই তাহলে ঢাকা থেকে চিঠি দিয়ে সেই সব নেতাকর্মীকে বহিষ্কার করে দেয়া হবে। আমার খারাপ লাগে যখন আমি দেখি সাবেক আইজিপি সাহেবকে বেঁধে নিয়ে যায়। এটা দেখে কারো খুশি হওয়ার দরকার নেই। এটা থেকেই সবার শিক্ষা নিতে হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ