উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন যাওয়ার আগে আজ রাত ৮টায় রাজধানীর গুলশানের নিজ বাসভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
রবিবার (০৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপি সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। তিনি প্রায় ২ মাস লন্ডনে অবস্থান করবেন। সেখান থেকে দেশে ফেরার পথে খালেদা জিয়া সৌদি আরবে ওমরাহ পালন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।