সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীসহ বিএনপির ২২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দাখিল করা হয়।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গুম, খুন, মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন এই অভিযোগ দাখিল করেন।
প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ইলিয়াস আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ২২৭৬ জনকে ক্রসফায়ারসহ গুম, হত্যার অভিযোগ দায়ের করা হলো বিএনপির পক্ষ থেকে। এছাড়াও বিএনপির ১৫৩ জন নেতাকর্মীকে গুম করা হয় যাদের মধ্যে এখনও অনেকে নিখোঁজ বলে অভিযোগে উল্লেখ করা হয়।